জেলা আইনজীবী সমিতির নির্বাচন : বিএনপি ১২, আ’লীগ ৭ পদে জয়ী

নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক।

মো. ইয়াছিন আরাফাত, নগর প্রতিনিধি >>>
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তরুণ ভোটারদের উৎসাহ-উদ্দীপনা বেশি দেখা গেছে। তরুণ ভোটাররা অনেক আগ্রহ ও উৎফুল্ল মনোভাব নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ ও অ্যাডভোকেট আবুল হোসেন জিয়া উদ্দিন। সোমবার (১০ ফেব্রুয়ারি ) দিনব্যাপি ভোটদান শেষে সন্ধ্যা সাতটা নাগাদ ভোট গণনা শুরু হয়। গভীর রাতে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। ফলাফলে দেখা গেছে, বিজয়ী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী পেয়েছেন ১ হাজার ৩৩২ ভোট, প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮১৬ ভোট। বিজয়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জিয়া উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬০৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সাত্তার সারোয়ার পেয়েছেন ১ হাজার ১৯৭ ভোট।
নির্বাচন উপলক্ষে আশেপাশে সকাল থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকরা সারিবদ্ধভাবে অবস্থান নেয় আইনজীবী সমিতির গেটের সামনে। ফলাফল ঘোষণার পর গভীর রাতে সমর্থকরা বিজয়ীদের নিয়ে আনন্দ মিছিল বের করে।
নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাবেদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন , অর্থ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আলম চৌধুরী টিপু, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট সানজিক আকবর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রুনা কাশেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট ইমরুল হক মেনন। এছাড়াও নির্বাচিত সদস্যরা হলেন অ্যাডভোকেট রিদওয়ানুল করিম, অ্যাডভোকেট তানজিন আক্তার সানি, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর হোসাইন, অ্যাডভোকেট সাইফুল আজম বাবর, অ্যাডভোকেট তাপসী তাহুরা, অ্যাডভোকেট নাসরিন আক্তার চৌধুরী, অ্যাডভোকেট রবিউল ইসলাম।
উল্লেখ্য, প্রতি বছর চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন-পরবর্তী বিজয়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আমরা বিজয়ী ও পরাজিত সবাই মিলে একসাথে কাজ করব। আমরা আইনজীবীদের উন্নয়ন তথা আদালত অঙ্গণে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করবো।

ডিসি/এসআইকে/আইএ