মঙ্গলবার ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী

প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশিষ্ট উন্নয়নকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল-প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এদিন তাঁর স্মরণে ঘাসফুল এর উদ্যোগে সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডস্থ সংস্থার প্রধান কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহ্ফিল এবং আগইম ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে পরাণ রহমান পদক-২০২০ প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন মুখ্যসচিব ও ব্র্যাকের উপদেষ্টা মো. আবদুল করিম, উন্নয়ন সংস্থা মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক রুশো মাহমুদ এবং ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ। এতে স্বাগত বক্তব্য রাখবেন ঘাসফুল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী এবং সভাপতিত্ব করবেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
পরাণ রহমান স্মরণে ইতোপূর্বে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে সন্ধ্যা ৬ টায় কথিকা ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে রাত সাড়ে দশটায় স্মরণানুষ্ঠান প্রচার করা হবে। স্মরণানুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাবেক যুগ্ম সচিব ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম ও ঘাসফুল নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ। গ্রন্থণা ও উপস্থাপনায় থাকবেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
উল্লেখ্য, পরাণ রহমান ১৯৪০ সালের ১ জুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি এই মহীয়সী নারী মৃত্যু বরণ করেন।

ডিসি/এসআইকে/এসজেপি