দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ-আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করার পর চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু। এর আগে গত বছরের ২৫ নভেম্বর যন্ত্রপাতি কেনার নামে অর্থ-আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার অন্য আসামিরা হলেন আবদুর রব, মঈন উদ্দিন মজুমদার ও বিজন কুমার নাথ এবং জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন চিকিৎসক আর অন্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এ দুর্নীতি হয়েছিল। ২০১৪ সালের দিকে দুর্নীতির এ ঘটনা ঘটে।

ডিসি/এসআইকে/ইউএস