আওয়ামী লীগের ঝড় থামালো বিএনপি, ধানের শীষ ডা. শাহাদাতের হাতেই

নগর প্রতিবেদক >>>
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে লঙ্কাঝড় বইয়ে দিয়েছিল আওয়ামী লীগ। আলোচনার বাইরে থাকা নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে নৌকা দিয়ে দলীয় মেয়র মনোনীত করার পরই রাজনৈতিক অঙ্গণে ঝড় শুরু হয়। এবার সেই ঝড় থামালো বিএনপি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনে মেয়রপদে দলটি মনোনয়ন দিয়েছে নগর সভাপতি ডা. শাহাদাত হোসেনকে। রেজাউল করিমকে দলীয় সমর্থন দিয়ে সৃষ্ট ঝড় ডা. শাহাদাতকে ধানের শীষ দিয়ে যেন বিএনপি সেই ঝড়টিকে থামালো- এমন আলোচনা সর্বত্রই।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং আওয়ামী লীগের নগর কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- দু’জনই ক্লিন ইমেজের নেতা। রেজাউল করিম বরাবরই আলোচনার বাইরে ছিলেন। কিন্তু ডা. শাহাদাত নগরের দলীয় প্রধান হিসেবে বেশিই আলোচনায় থাকেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে দলীয় সমর্থন পাওয়া রেজাউল হঠাৎ-ই আলোচিত ব্যক্তিতে পরিণত হন। সে দিক দিয়ে বিএনপি কিছুটা কৌশলী ছিল। মেয়র পদে ডা. শাহাদাত হোসেনকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ দেয়ার পর মেয়র পদ নিয়ে আপাতত সকল জল্পনা-কল্পনা প্রশমিত হলেও কাউন্সিলরপ্রার্থী নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে বিদ্রোহের আগুন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। সেদিক থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপির কাউন্সিলর প্রার্থীদের নিয়ে তেমন আলোচনা কিংবা বিদ্রোহের লক্ষ্যণ দেখা যায়নি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলীয় প্রার্থী হিসেবে ডা. শাহাদাতের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এর আগে ডা. শাহাদাত হোসেন ছাড়াও বিএনপির হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নেয়াজ মোহাম্মদ খান, সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ ও নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ডা. লুসি খান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছ’টা থেকে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সাথে মনোনয়নপ্রত্যাশিদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এরপরেই দলীয় প্রার্থী হিসেবে ডা. শাহাদাতের নাম ঘোষণা করা হয়।
বিএনপির মেয়রপ্রার্থী ঠিক হওয়ার পর এখন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীক নিয়ে রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ডা. শাহাদাত হোসেন এবং নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি (জাপা) থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোলায়মান আলম শেঠ।

ডিসি/এসআইকে/ইউএস