রিডার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তির >>>
রিডার্স স্কুল এন্ড কলেজ কাতালগঞ্জ ক্যাম্পাসের বার্ষিক আন্তঃহাউজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৯ ফেব্র“য়ারি) বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, লায়ন শফিকুর রহমান।
তিন দিনব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩টি হাউজে ৪০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। তাহমিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদেরে মধ্যে ছিলেন সমন্বয়কারী সাইফুল ইসলাম, ফাহমিদা আকতার, আরিফুল ইসলাম, সমীরণ বড়ুয়া, মাওলানা কামরুল ইসলাম, সাইফুদ্দিন সাকিব, রেহানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের তাগিদ দিয়েছিলেন। স্বাধীনভাবে এর বাস্তবায়ন হলে আমরা সোনার বাংলাদেশ পেতাম। খেলাধুলা সুস্থতার অন্যতম অনুষঙ্গ। মানবজীবনে এর ভূমিকা অপরিসীম। সুস্থ দেহে সুন্দর মনের মাধ্যমেই গড়ে উঠবে আলোকিত জীবন। শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতি যতœবান হতে হবে। ভালো স্বাস্থ্য, সুন্দর মন-মানসিকতা বিকাশের অন্যতম নিয়ামক। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকা-ের উপর জোর দেয়া উচিত। রিডার্স স্কুল অ্যান্ড কলেজ এ ব্যাপারে সবসময়ই অগ্রপথিক হিসেবে নগরীর অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ডিসি/এসআইকে/সিসি