১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আ’লীগ কাজ করবে শুধু মেয়রের জন্য

বক্তব্য রাখেন কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরণ।

খুলশী প্রতিনিধি >>>
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন পরিচালনায় ১৮ টি কেন্দ্র কমিটি করেছে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ। ‘মেয়র নির্বাচন পরিচালনা কমিটি’র নামে এই কেন্দ্র কমিটি গঠনপরবর্তী সভা মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকের সঞ্চালনায় ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত সভায় ১৮ কেন্দ্র কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড মেয়র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর পিপি, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. ফখরুদ্দিন চৌধুরী।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের লিখিত নির্দেশমতে ওয়ার্ড কমিটিগুলো শুধুমাত্র দলের সমর্থিকপ্রার্থী এম রেজাউল করিমকে বিজয়ী করতে কাজ করবে বলে জানানো হয়। নির্দেশনার ৬ নম্বরে বলা হয়- চসিক নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ শুধুমাত্র দলীয় মেয়রপ্রার্থীর জন্য কাজ করবে। দলীয় মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলরপ্রার্থী নিজ উদ্যোগে নিজের নেতা-কর্মীর মাধ্যমে নির্বাচন পরিচালনা করবেন। তবে দলীয় কাউন্সিলরপ্রার্থী মেয়রকে বিজয়ী করতে অবশ্যই কাজ করবেন।

বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।

অ্যাড. মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বিপুল পরিমাণ ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রতিটি কেন্দ্রের কমিটির নেতৃবৃন্দকে এলাকার সৎ ও পরিচ্ছন্ন নেতা-কর্মীদেরকে নির্বাচনের প্রতিটি কাজে ন্যায়-নীতির সাথে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ভোটার কার্ড বিতরণ সম্পাদনের জন্য অবশ্যই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটার কার্ড বিতরণকালে ভোটারদেরকে না পাওয়া গেলে কেন্দ্র ওয়ার্ড কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ও কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে অবহিত করতে হবে। নির্বাচন আচরণ বিধি-নিষেধ মেনে নির্বাচন প্রচারণার কাজে দায়িত্ব পালন করতে হবে।
একই সভায় খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ বলেন, মুজিববর্ষের মাসেই আগামি ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বিশ্ব শিশু দিবস ও মুজিব শতবর্ষ উদ্যাপন, ২৫ মার্চ কালোরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন সর্বোপরি আগামি ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনসমূহের প্রতিটি নেতা-কর্মীকে যার যার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নগর আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে আমাদের নির্বাচনী কাজ চালাতে হবে। নির্বাচন কমিশননের বিধি-নিষেধ মেনে কাজ করতে হবে। ভোটারদের কেন্দ্রে আনতে এবং নিজের পছন্দ মতো ভোটদানে সকল নেতা-কর্মীকে ভোটারদের সহযোগিতা করতে হবে।
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড মেয়র নির্বাচন পরিচালনা কমিটির ১৮ কেন্দ্র কমিটির গঠন সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকের সঞ্চালনায় ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত সভায় ১৮ কেন্দ্র কমিটির ঘোষণা করা হয়। কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন ২৬৯ নম্বর কেন্দ্র (১) পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনী প্রাথমিক বিদ্যালয়ের আহ্বায়ক মো. তাজুল ইসলাম সওদাগর, সদস্য সচিব মো. আব্দুল করিম, (২) আহ্বায়ক মো. আবু বক্কর, সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, ২৭০ নম্বর কেন্দ্র বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক মো. আবুল কাশেম, সদস্য সচিব, মো. আবু সুফিয়ান, ২৭১ নম্বর কেন্দ্র নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহ্বায়ক, মো. জাফর উল্লাহ মজুমদার, সদস্য সচিব মো. কাজিম উদ্দিন, ২৭২ নম্বর কেন্দ্র (১) পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক আলহাজ্ব আবুল কাশেম, সদস্য সচিব মাসুদ রানা, ২৭৩ নম্বর কেন্দ্র (২) পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক আব্দুল মতিন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, ২৭৪ নম্বর কেন্দ্র পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব মো. ইব্রাহীম, ২৭৫ নম্বর কেন্দ্র পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান মুক্তার, সদস্য সচিব মো. এরশাদ আলী খান, ২৭৬ নম্বর কেন্দ্র ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় আহ্বায়ক মো. আবুল কালাম, সদস্য সচিব মো. ইকবাল হোসেন মানিক, ২৭৮ নম্বর ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক মো. আমিনুল হক সেলিম, সদস্য সচিব ফেরদৌস রেজা, ২৭৯ নম্বর কেন্দ্র (১) টিকেট প্রিন্টিং প্রেস কলোনী প্রাথমিক বিদ্যালয়ের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব, মো. ইসহাক, ২৭৯ নম্বর কেন্দ্র (২) টিকেট প্রিন্টিং প্রেস কলোনী প্রাথমিক বিদ্যালয়ের আহ্বায়ক এ জেড এম মাহমুদুল ইসলাম, সদস্য সচিব, মো. বোরহান উদ্দিন, ২৮০ নম্বর ইউসেপ স্কুল আমবাগান কেন্দ্রের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন বাবুল, ২৮১ নম্বর রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাই স্কুল কেন্দ্রের আহ্বায়ক আলী আশরাফ মজুমদার, সদস্য সচিব আব্দুল মালেক, ২৮২ নম্বর বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ কেন্দ্রের আহ্বায়ক কায়ছার মালিক, সদস্য সচিব, মো. ইদ্রিস মিয়া, ২৮৩ নম্বর বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ কেন্দ্রের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, সদস্য সচিব মো. মহিদুল হক সুমন, ২৮৪ নম্বর টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক আবুল হোসেন মাস্টার, সদস্য সচিব মো. হাসান, ২৮৫ নম্বর টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক খন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম মিয়াজী, ২৮৬ নম্বর আমবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মাজহারুল ইসলাম ফরহাদ।

ডিসি/এসআইকে/আইএ