ফয়’স লেক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে মুজিব শতবর্ষ পালন

সংবাদ বিজ্ঞপ্তির >>>
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ফয়’স লেকস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাচ্চুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামি প্রজন্মের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের মো. মোস্তফা মিয়া, শ্রী খোকন চন্দ্র শীল, শিক্ষকদের পক্ষে ফারজানা আক্তার, কানিজ ফাতেমা তানিয়া, উমাশ্রী চক্রবর্ত্তী, সুমী সরকার, নুর নাহার বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করে ও জাতীয় পতাকা উত্তোলন করেন। জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিসি/এসআইকে/এসজেপি