কারাগারে মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়কের মৃত্যু

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আটক মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ও দলটির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফকির আহম্মদ (৬২) কারা হেফাজতে মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলা জানা যায়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি ইন্তেকাল করেন।
চট্টগ্রাম কারাগার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফকির আহমদকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, বিএনপি নেতা ফকির আহমদ মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত গণি আহম্মেদের ছেলে। হাটহাজারীতে মন্দির ভাঙচুর ও সহিংসতার একটি মামলায় ১৮ই অক্টোবর মিরসরাই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ডিসি/এসআইকে/আরএআর