মিরসরাইয়ে নিহত ২

দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপ।

মিরসরাই প্রতিনিধি >>>
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। পৃথক এই দুর্ঘটনা শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর ও বেলা সাড়ে ১১ টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকায় ঘটে। নিহত দু’জন হলেন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার শহীদ মেম্বার বাড়ীর আবুল হাশেমের স্ত্রী পারভীন আক্তার (৪২) এবং ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের আবদুল করিমের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৫)।
প্রত্যক্ষদর্শী ও থানাসূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামীর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পারভীন আক্তার (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথিমধ্যে মহাসড়ক পারাপারের সময় এই দুর্ঘটনায় পড়েন।
মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনায় কোনো নারী নিহত হওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার।
অপরদিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বালুবাহী একটি পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী আবদুল্লাহ আল নোমান (২৫) মৃত্যুবরণ করেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত চিকু বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বালুবাহী একটি পিকআপ সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দেয। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ডিসি/এসআইকে/এসএএইচ