বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : মিরসরাই প্রেস ক্লাবের তিন মাসব্যাপি কর্মসূচি

সৈয়দ আজমল হোসেন, মিরসরাই প্রতিনিধি >>>
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন মাসব্যাপি নানান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাব। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাব সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন উপ-পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী।
সদস্য সচিব মো. ইউসুপের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে স্থানীয় সাংবাদিকদের এ সংগঠন আগামি ১৭ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত তিন মাসব্যাপি বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয়।
ওইদিন ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাঙালির জন্য এ শতাব্দীর ঐতিহাসিক একটি মুহুর্ত। এ উপলক্ষে মিরসরাই প্রেস ক্লাব বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের সিন্ধান্ত নিয়েছে। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
উদযাপন পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী জানান, প্রথমে আগামি ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করবো। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে স্নাতক (পাস ও সম্মান) ও স্নাতকোত্তর (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগামি ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামি ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যে ক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। আগামি ২৮ মে দিনব্যাপি থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।
রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।
এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের সংগঠকদের সমন্বয় করা হবে বলে তিনি জানান।

ডিসি/এসআইকে/এসএএইচ