প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা সম্ভব : মোশাররফ

আজমল হোসেন, মিরসরাই প্রতিনিধি >>>
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, জানা যায়। বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদ প্রকাশের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা সম্ভব। যত বেশি প্রশিক্ষণ নেওয়া যাবে তত বেশি দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলা যাবে’। তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধ হয়েছে। অথচ পার্শ্ববর্তী সীতাকু- উপজেলায় মিল কারখানা ফসলি জমিতে গড়ে ওঠার ফলে সেখানে ফসলি জমির হার কমে গেছে। মিরসরাইয়ে ফসলি জমিতে যেন কোনোপ্রকার কলকারখানা গড়ে তুলতে না পারে সে বিষয়ে সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ভূমিকা রাখতে হবে। মিরসরাইয়ে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে তিন দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।
পিআইবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন জানান, মিরসরাই-সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন মিরসরাই ও সীতাকুণ্ডের ৩৫ জন সাংবাদিক। তিন দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন, সহযোগী অধ্যাপক রওশন আক্তার সোমা ও সহকারী অধ্যাপক রাজীব নন্দী। স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেস ক্লাব।

ডিসি/এসআইকে/এসএএইচ