মুফতি আল্লামা নঈমীর মৃত্যু, তথ্যমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, লেখক, গবেষক আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৭) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি …ওয়া ইলাইহি রাজেউন)।  সোমবার (৬ জুলাই) বিকাল ৫.১০ মিনিটে চট্টগ্রাম নগরের ষোলশহরস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।  জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার শাইখুল হাদিস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব সুন্নী ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ছিলেন।  মৃত্যুকালে স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।  আল্লামা ওবায়দুল হক নঈমী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাদে জোহর নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে জামেয়া সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।  ওবাইদুল হক নঈমী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।  তিনি বলেন, দেশব্যাপী ইসলামের প্রচার-প্রসারে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন ওবাইদুল হক নঈমী।  তিনি ইসলাম ধর্মের বহুমুখী খেদমত করে গেছেন।  মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব মাওলানা এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি সেয়দ অছিয়র রহমান, শাইখুল হাদিস আল্লামা সোলাইমান আনসারী, শাইখুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, মহাসচিব পীরে তরীকত সেয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ মাওলানা স.উ.ম আবদুস সামাদ, আহলে সুন্নাতের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব মুহাম্মদ শাহাজাদ ইবনে দিদার, আহলে সুন্নাতে নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সৈয়দ সাইফুদ্দীন আলহাসানী মাইজভা-ারী, বদরুদ্দোজা বারী, আবদুশ শাকুর রায়হান নকশবন্দী, আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহাবুদ্দীন চৌধুরী, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ, আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইছমাঈল নোমানী, ঢাকা কাদেরিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আলিম রেজভী, মুফতি আবদুল ওয়াজেদ, আল্লামা জুলফিকার আলী চৌধুরী, মুহাদ্দিস আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ শাকুর মিয়া, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জিএম শাহাদত হোছাইন মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, অধ্যক্ষ মুফতি মহিউদ্দীন হাশেমী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরিচালনা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, আহলে সুন্নাত চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামেউল আখতার আশরাফী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি জসিম উদ্দীন আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর মিয়া, সদস্য সচিব মুহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর আবুল মনসুর দৌলতী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসূলী, সাধারণ সম্পাদক ইয়াছিন হোসাইন হায়দরী, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈম উল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর-দক্ষিণ ও মহানগর নেতৃবৃন্দ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর-দক্ষিণ ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, তরিকতের শায়খ, মাদ্রাসার অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, সুন্নি সংগঠনের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ডিসি/এসআইকে/এসএজে