মহাসংকটে থাকা কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলোর মানববন্ধন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
মহাসংকটে থানা বেসরকারি স্কুল ও কলেজগুলোর শিক্ষকেরা মানববন্ধন করেছেন।  ৬ দফা দাবিতে আয়োজিত এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ।  কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে সকল থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৬ দফা দাবিতে একই সাথে একই সময়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় সভাপতি প্রফেসর হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে ও অর্থ সচিব অধ্যক্ষ এম মাহবুবুর রহমান দূর্জয়’র সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উত্থাপিত ৬ দফা দাবিগুলো হচ্ছে- ৬ দফা দাবি গুলো হচ্ছে (১) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষকদের যে কোনো ধরণের আর্থিক সহায়তা, (২) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক লোন প্রদান, (৩) কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালার আলোকে প্রতি মাসে রিভিউ কমিটির মিটিংয়ের মাধ্যমে সহজ শর্তে কিন্ডারগার্টেনগুলোর নিবন্ধন প্রদান, (৪) করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ, (৫) ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার মত জেএসসি ও এসএসসি পরীক্ষা নিজ প্রতিষ্ঠানের নামে দেয়ার সুযোগ প্রদান এবং (৬) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বোর্ড বা মন্ত্রণালয় গঠন।
মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।  এতে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান যথাক্রমে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ লায়ন আমিরুল হক, মো. রাশেদুল আযম মনজু, অধ্যক্ষ রাহেলা বি চৌধুরী, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, অধ্যক্ষ কে এম মনিরুজ্জামান, অধ্যক্ষ নিলুফার বানু, সাংগঠনিক সচিব মো. আবু ইউনুচ, তথ্য ও প্রযুক্তি সচিব ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ, সমাজ কল্যাণ সচিব অধ্যক্ষ খায়ের উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সচিব এস এম আবছার উদ্দীন, ত্রাণ ও পুনর্বাসন সচিব মো. জাফর আলম, সহ-মহাসচিব মো. কামাল উদ্দিন, সহ-মহাসচিব অধ্যক্ষ হোসনে জাহান কলি, সহ-অর্থ সচিব অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সহ-শিক্ষা সচিব এস এম রফিক উদ্দীন, নির্বাহী সদস্য অধ্যক্ষ রনজিত কুমার নাথ, অধ্যক্ষ বদিউল আলম, অধ্যক্ষ মো. রিদোয়ানুল আলম, অধ্যক্ষ সুমন দত্ত, অধ্যক্ষ শেখ মনোয়ার, ফজলুর রহমান পিন্টু, অধ্যক্ষ আব্দুল করিম, অধ্যক্ষ সাইফুল্লাহ মুনির, নুরুন্নবী খন্দকার আকাশ, মো. ইউসুফ, মো. হোসেন, অধ্যক্ষ কলি ওসমান, জসিম উদ্দিন, ইকবাল বাহার প্রমুখ।

ডিসি/এসআইকে/আইএস