চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের ৫ বছরের কারাদণ্ড

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার মৃত জেবন আহমেদের ছেলে মো. ইসহাক (৩৫) এবং বোয়ালখালী উপজেলার মৃত সাধন চন্দ্র সরকারের ছেলে শাম্বু নাথ সরকার (৩৭)।
এর মধ্যে মো. ইসহাক পলাতক এবং শাম্বু নাথ সরকার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়- ২০১৪ সালের ১৫ জুন সকালে কোতোয়ালী থানার নজরুল ইসলাম সড়কের মহানামা ফার্মেসীর সামনে ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মাদক মামলা করেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন।  অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. ইসহাক পলাতক রয়েছেন। অন্য আসামি শাম্বু নাথ সরকারের সাজা হওয়ার কারণে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ডিসি/এসআইকে/এমএস