১০ মিনিট বিদ্যুৎহীন ছিল পুরো চট্টগ্রাম

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামের মিরসরাইয়ে সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ১০ মিনিট বিদ্যুৎহীন ছিল পুরো চট্টগ্রাম। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না চট্টগ্রামে। তবে কী কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয় তা নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, অল্প সময়ের জন্য ব্ল্যাকআউট ছিল চট্টগ্রাম। মিরসরাইয়ের একটি সঞ্চালন লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিয়েছিল। অল্প সময়ের মধ্যেই আবার ঠিকও হয়ে যায়। সবমিলিয়ে ১০ মিনিটের মতো ব্ল্যাকআউট ছিল চট্টগ্রাম।
তিনি আরো বলেন, সাধারণত ফ্রিকোয়েন্সি গরমিলের কারণে এ ধরনের ঘটনা ঘটে। সেটি যেকোনো কারণে হতে পারে। কোথাও সরবরাহ ঘাটতি দেখা দিলে বা হুট করে কোথাও থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলে এমন হতে পারে। এখানে কেন হয়েছে তা বলতে পারিনি। তবে কারিগরি কোনো ত্রুটি ছিল না।

ডিসি/এসআইকে/আরএআর