চট্টগ্রামে কমেছে পাসের হার ও জিপিএ ৫

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন।
শুক্রবার (২৮ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিয়েছে। এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ।
পাসের হারের মতো এবার জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৪৬ জন।

ডিসি/এসআইকে/আরএআর