অগ্নিকাণ্ডে পটিয়ায় ৯ ঘর ভস্মিভূত : ৩০ লাখ টাকার ক্ষতি

পটিয়া প্রতিনিধি >>>
চুলার আগুনে পটিয়ায় ৯ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল এলাকায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত এবং তা থেকে সিলিন্ডার বিস্ফোরণের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পুড়ে গেছে নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আকাশ, বাবুল আকতার, ডেজি, এনায়েত উল্লাহ, আবুল কালাম, মোহাম্মদ শাহজাহান, জয়নাল আবেদীন, আবুল হোসেন ও বাবুল। পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১৫ কেজি করে চাউল, ৫ কেজি আলু ও একটি করে কম্বল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আ’লীগের সেক্রেটারী এম এন এ নাছির, পৌর কাউন্সিলর আবু ছৈয়দ, শেখ সাইফুল ইসলাম, আ’লীগ নেতা মোহাম্মদ আজাদ, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক নেতা রফিক হাসান, পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবালুর রহমান ওপেল, ছাত্রলীগ নেতা কানন, আনিস।

ডিসি/এসআইকে/এসজেপি