পিএইচডি ডিগ্রি লাভ রাঙ্গুনিয়ার নুরুল আজিম সিকদারের

রাঙ্গুনিয়া প্রতিনিধি >>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল আজিম সিকদার চীনের ওশান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।  তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামে।  তিনি সৈয়দবাড়ি গ্রামের সিকদার পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব মো. নজির আহমদ সিকদার এবং মাতার নাম জোহুরা বেগম।  তিনি ২০১৭ সালে চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ‌‘Ocean University of China’ তে পিএইচডি করতে ভর্তি হন।  তার পিএইচডি গবেষণার বিষয়বস্তু ছিল ‘Marine Pollution Ecology’।  পিএইচডি গবেষণায় তাঁর গবেষণা নির্দেশক ছিলেন বিশ্বের স্বনামধন্য ইকোলজিষ্ট প্রফেসর ড. হংলং শো।  গত ২৭ মে চীনের ‘Ocean University of China’ কর্তৃপক্ষ তাঁকে ‘PhD’ ডিগ্রীর সনদপত্র প্রদান করেন।  তাঁর পিএইচডি গবেষণার ফলাফল বাংলাদেশের সমুদ্রের দূষণ রোধ ও সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
মোহাম্মদ নুরুল আজিম সিকদার ১৯৯২ সালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।  ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (অনার্স) ইন মেরিন সায়েন্স, ২০০০ সালে এমএস ইন মেরিন সায়েন্স, ২০১৫ সালে এম.ফিল ইন মেরিন সায়েন্স শেষ করেন।  তিনি ২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এ লেকচারার হিসেবে যোগদান করেছিলেন।  বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার মোট ৩৭টি প্রবন্ধ প্রকাশিত হয়।  তিনি ২০১৬ সালে থাইল্যান্ডের ‘Walalaik University’ তে ভিজিটিং প্রফেসর হিসেবে দ্বায়িত্ব পালন করেন।  শিক্ষকতা জীবনে তিনি দেশে ও বিদেশে অনেক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন।  তাঁর এই সফলতায় খুশি তাঁর পরিবার।
জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা তো বেঁচে নেই।  আমার মা বেঁচে থাকতে আমার এই অর্জনটা দেখার খুব ইচ্ছে ছিল।  তবুও আমি খুশি।  ছোটবেলা থেকে আমার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা আমার পড়াশোনার জন্য খুব কষ্ট করেছেন।  পরিবার ও আমার শিক্ষাগুরুদের প্রতি আমি কৃতজ্ঞ।  আমার জীবন সায়াহ্নে পর্যন্ত আমি দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।  সবার সহযোগিতা ও দোয়া আমার কাম্য’।

ডিসি/এসআইকে/এমজে