মুজিব বর্ষ : রাঙ্গুনিয়ার তিনশত কেন্দ্রে সাক্ষরতা কর্মসূচি

রাঙ্গুনিয়ায় শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

রাঙ্গুনিয়া প্রতিনিধি
মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়ার ১৫ থেকে ৪৫ বছর বয়সী ১৮ হাজার নিরক্ষর মানুষকে সাক্ষরতা জ্ঞান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চট্টগ্রাম এর আয়োজনে ৬৪ জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তিন’শটি কেন্দ্রের প্রতিটিতে ২ জন শিক্ষক দিয়ে ৩০ জন নারী ও ৩০ জন পুরুষকে এই সাক্ষরতা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে আগামি ১৭ মার্চ থেকে।
৬ মাসের এই সাক্ষরতা কর্মসূচিতে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট পাঠ্যপুস্তক দিয়ে লেখা, পড়া ও গণনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-সুপারভাইজারদের ৫ দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচিও শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব বিষয় জানানো হয়। রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জুলফিকার আমিন। এতে প্রধান অতিথি ছিলেন মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জগলুল হুদা, উপজেলা প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগম, কো-অর্ডিনেটর প্রণব কুমার দে প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

ডিসি/এসআইকে/এমজি