মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তির >>>
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শওকত হোসেন সেতুর সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহ্ শাওন ও মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এতে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চুয়েট এর ভিসি মো. রফিকুল আলম।
বিশেষ অতিথির ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, অধ্যাপক আবুল কালাম আযাদ, ডা. ইমাম উদ্দীন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, মো. ইউসুফ সওদাগর, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, লায়ন মো. আলমগীর, আবু ইসমাইল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যানে অ্যাড. আয়শা আক্তার, উদ্যাপন কমিটির সদস্য সচিব গোলাম মোস্তাফা হোসেন সিরাজী, মরিয়ম নগরের ইউপি চেয়ারম্যন মুজিবুল হক হীরু, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতীফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর।
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ ও বিকেলের নাস্তার ব্যবস্থা ছিল।

ডিসি/এসআইকে/এসজেপি