রাউজানে ৫০০ কর্মহীন পরিবারকে ঈদসামগ্রী দিল গণস্বাস্থ্য কেন্দ্র

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঈদ উপলক্ষে পাঁচশ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় বক্তারা বলেন, আসন্ন কোরবানি ঈদে দেশের ৩০ লাখ পরিবার ঈদের দিন ঠিকমত খেতে পারবে না। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাদেশের পাশাপাশি মাতৃভূমির মানুষের জন্য ঈদ খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। কর্মহীন অসহায় পরিবারের মানুষ যেন ঈদের ৩/৪ দিন পেট ভরে খেতে পারে। ঈদ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র সারাদেশে ২০ হাজার কর্মহীন ও স্লিপ আয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে।
খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিতরণ ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্থানীয় কোয়েপাড়া সহৃদ সংঘ।

ডিসি/এসআইকে/এসইউআর