রাউজানে বই উৎসব, শিশুর মুখে হাসি

নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের একাংশ।
রাউজান মোবারকখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবে শিশুরা

রাউজান প্রতিনিধি : সারাদেশের মতো রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিস্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি দেখা গেছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলাজুড়ে এই বই উৎসব চলে।

রাউজান আর আর এ সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় : বিদ্যালয় মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত রাউজান আর আর এ সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, অধ্যক্ষ একেএম আবদুর রশীদ।

উপজেলা প্রশাসনের বই উৎসবের উদ্বোধন করছেন এহেসানুল হায়দর চৌধুরী বাবুল।

রাউজান বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : রাউজানের ঐতিহ্যবাহি বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিউ মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষানুরাগী সদস্য সিরাজুল হক, দাতা সদস্য মোহাম্মদ খালেদ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অশোক কুমার বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সিনিয়র শিক্ষক মো. মোরশেদ আলম, প্রণব বৈদ্য, মুন্নি রানী শীল, হালিমা বেগম, জামাল উদ্দিন।

রাউজান বড়ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ।