রাউজান সাহিত্য পরিষদের আনন্দ ভ্রমণ সম্পন্ন

রাউজান সাহিত্য পরিষদের আনন্দ আড্ডায় অতিথিবৃন্দ।

এম কামাল উদ্দিন, রাউজান প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের আয়োজনে শীতকালীন আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। পার্বত্য জনপদ রাজস্থলীর গহিন অরণ্যের একটি বাগানবাড়িতে মঙ্গলবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই শীতকালীন আনন্দ ভ্রমণে অতিথি ছিলেন একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর রেহেনা আকতার রানু, ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তফা ইউসুফ, কাতার প্রবাসী সাংবাদিক ও লেখক নুর মোহাম্মদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণ রাউজান পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমন, সহ-সভাপতি জিয়াউর রহমান, আহমেদ সৈয়দ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, সাংবাদিক মোস্তফা ইউসুফের সহধর্মিনী ইশরাত জাহান ইমা, কাতার প্রবাসী সংগঠক মিজান, সংগঠনের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন সাকিব, অর্থ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দীন, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, নির্বাহী সদস্য কাজী ফজলুল আজিজ, ছাত্রনেতা রুবেল বৈদ্য, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মঈনুদ্দীন, ব্যবসায়ী মো. আলমগীর, শুভাকাঙ্খী শাহাদাৎ হোসেন।
সকাল ৯ টায় নোয়াপাড়া পথেরহাটের ভারতশ্বরী প্লাজার সামনে থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন সংগঠনের নেতৃবৃন্দ। ভ্রমণে বর্ণিল আয়োজনে ছিল আনন্দ আড্ডা, কথা, গান, কবিতা, ছড়া আর ছন্দ খেলা।

ডিসি/এসআইকে/কাউ