মুক্তিযুদ্ধে দু’দেশের মানুষ এক হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে : রিভা গাঙ্গুলী

রাউজানে মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

এম. কামাল উদ্দিন, রাউজান >>>
বাংলাদেশে ভারতীয় মিশনের হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেছেন, ঐতিহাসিক ভাবে ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম দুই প্রতিবেশি দেশ। মুক্তিযুদ্ধের সময় দু’দেশের মানুষ এক হয়ে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে তাদের হটিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। এই প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে মুজিব বর্ষের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মাস্টার দা সূর্য সেন স্বাধীনতার বীর সেনানী। তিনিই দেখিয়ে গেছেন আমাদের স্বাধীনতার স্বপ্ন।
১০ জানুয়ারি বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে মুজিব বর্ষের ক্ষণ গণনা উপলক্ষে আয়োজিত আলোচনা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে রিভা গাঙ্গুলী এই অভিমত ব্যক্ত করেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, মাস্টার দা সূর্য সেন এর এই রাউজান অসাম্প্রদায়িক মানুষের নিরাপদ আবাসস্থল, শান্তির জনপদ। এই উপজেলার সকল ধর্ম বর্ণের মানুষ এক অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ। রাউজান সফর করার জন্য তিনি ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান।
এদিন ভারতীয় হাইকমিশনার প্রথমে বিকাল ৩ টায় দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় মাস্টার দা’র ভিটামাটিতে যান। সেখানে তিনি তার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। নোয়াপাড়ায় তাকে ফুল দিয়ে স্বাগত জানান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার। এরপর তিনি পূর্বগুজরা আদ্যাপীঠ মন্দির পরিদর্শন শেষে যান উপজেলা সদরে স্থাপিত মাস্টার দা’র ভাষ্কর্যে। সেখানে তাকে বরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। রিভা গাঙ্গুলী ভাষ্কর্যে পূষ্পমাল্য অর্পণ করে সাথে থাকা সূর্য সেন পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এখানে তার হাতে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী শুভেচ্ছা স্মারক তুলে দেন। বিকেল চারটার দিকে তাকে নিয়ে যাওয়া হয় কলেজ মাঠে মুজিব বর্ষের ক্ষণ গণনা অনুষ্ঠানে।

রাউজানে উপজেলা সদরে স্থাপিত মাস্টার দা’র ভাষ্কর্যে পূষ্পমাল্য অর্পণ করেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী।

অনুষ্ঠানের সমন্বয়ক উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কলেজ শিক্ষিকা সালসাবিল করিম চৌধুরী ও নিকসন চৌধুরী পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সেক্রেটারী আনিদ্য ব্যানার্জী, সেকেন্ড সেক্রেটারী শুভাশীষ সিংহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আবদুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, ওসি কেপায়েত উল্লাহ । অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, একেএম অধ্যক্ষ আবদুর রশীদ, স্বপন দাশ গুপ্ত, সাইফুল ইসলাম চৌধুরী রানা, শ্যামল পালিত, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, মফজল হোসেন, সুমন দে, সারজু মোহাম্মদ নাছির, শওকত হোসেন, তপন দে, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ প্রমুখ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা শেষে কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তারকা শিল্পী বিন্দুকণা ও এসএ টুটুল।

 

ডিসি/এসআইকে/এমকাউ