রাউজানে শত ম্যুরালের রেকর্ড

রাউজান প্রতিনিধি >>>
১০০ টি ম্যুরাল স্থাপন করে দেশে অনন্য রেকর্ড গড়েছে চট্টগ্রামের রাউজান উপজেলা। দেশের মধ্যে প্রথম কোনো উপজেলায় ১০০ বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে ইে অনন্য রেকর্ড করে রাউজান উপজেলা। মঙ্গলবার (১৭ মার্চ) মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর শত ম্যুরাল কর্মসূচির উদ্বোধন করেন এর উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এর আগে কখনো দেশের অন্য কোথাও বঙ্গবন্ধু বা অন্য কারো এতো সংখ্যক ম্যুরাল স্থাপিত হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মো. আবদুল ওয়াব, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, ওসি মো. কেপায়েত উল্লাহ, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাউজান উপজেলা পরিষদের সামনে একটি ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার বিভিন্নস্থানে স্থাপিত ১০০ টি ম্যুরালের উদ্বোধন করেন।

ডিসি/এসআইকে/এমইউ