সন্দ্বীপে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন

সন্দ্বীপে ক্ষণ গণনার উদ্বোধন করেন মাহফুজুর রহমান মিতা এমপি।

সন্দ্বীপ প্রতিনিধি >>>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে ক্ষণ গণনার অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা মাঠে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে টেলিভিশনে সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বড় পর্দায় প্রদর্শিত হয়। ভাষণ শেষে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি উপজেলা পরিষদের গেইটে স্থাপিত ক্ষণ গণনা যন্ত্রের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) এম এ হালিম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রহিম উল্যাসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় উপজেলা মাঠে সন্দ্বীপের স্থানীয় ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

ডিসি/এসআইকে/আকা