চট্টগ্রামে কোস্টারিকা-পানামার ‘সাকার ফিস’

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের সাতকানিয়ায় মৌসুমি মৎস্য শিকারির জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে।  এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় জমান স্থানীয়রা।  মাছটির নাম ‘সাকার ফিস’ বা চোষক মুখী। অনেকে এটিকে সাকার মাউথ ক্যাটফিসও বলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকায় মাছটি ধরা পড়ে। যার ওজন ১০০ গ্রাম বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা মৎস্য শিকারি জয়নাল।
জয়নাল জানান, মাছটির সারা শরীরে রয়েছে গোলাকার ও ডোরাকাটা দাগ। গা ছোট ছোট কাটা দ্বারা আবৃত। এর মধ্যে পিঠের ওপরে ও দুই পাশে রয়েছে আরো তিনটি বড় কাটা। মুখে রয়েছে ধারাল দাঁত। বর্তমানে মাছটি একই এলাকার মৎস্য চাষি জিয়াবুলের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বি.জি. সেনের হাট উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক আকতার কামাল বলেন, মাছটির নাম চোষক মুখী। যা অনেকের কাছে সাকার ফিস কিংবা সাকার মাউথ ক্যাটফিস নামেও পরিচিত। এটি স্বাদুপানির মাছ। এটি কোস্টারিকা, পানামা এবং দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে বিস্তৃত। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও প্রবেশ করেছে। মাছটি আমাদের দেশীয় না হওয়ায় অনেকে এটির সঙ্গে পরিচিত নয়।

ডিসি/এসআইকে/এসইউ