সাতকানিয়ায় ঘরসহ জায়গা দখলের অভিযোগ, আহত পাঁচ

সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আদালতের নির্দেশ অমান্য করে ভাড়া করা সশস্ত্র লোকজনকে দিয়ে জোরপূর্বক এক নারীর ঘরসহ জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা জায়গার মালিক কুলচুমা আক্তারসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের সহযোগিতা চাওয়ার পর ঘটনাস্থলে গিয়েও হামলাকারী দখলকারীদের নিবৃত করতে না পারায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
আহত কুলচুমা আক্তার জানান, উক্ত জায়গা পৈত্রিক সূত্রে পেয়ে দখলে ছিলেন তিনি। কিন্তু স্থানীয় মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে ঐ জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করতে থাকায় গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামস্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন কুলচুমা। মামলাটি আদালত আমলে নিয়ে বর্ণিত তফসীলের জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ওসি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানার এসআই মশিউর রহমানকে দায়িত্ব দেন। তিনি মৌখিকভাবে বিবাদীদের সতর্ক করেই দায়িত্ব শেষ করেন। এরইমধ্যে বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় মাঈনুদ্দিন, হাবিবুর রহমান, নোমান, তারেকসহ ৩০-৪০ জনের একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে ঐ জায়গার উপর কুলচুমার নির্মিত আধা পাকা ঘরে টিনের ছাউনি দিয়ে দখল করে নেন। দুপুরে বিষয়টি কুলচুমা এসআই মশিউরকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে চলে আসেন। কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আরো লোকজন জড়ো করে ঘরটি পুরোপুরি দখলে নিয়ে নেয় অভিযুক্তরা।
এ বিষয়ে জানতে চাইলে থানার এসআই মশিউর রহমান বলেন, আমি আজকে থানার ডিউটি অফিসার হওয়ার কারণে ঘটনা শোনার সাথে সাথে যেতে পারিনি। তবে পরে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছি। শুনছি আবার ঝামেলা হয়েছে; দুই পক্ষই থানায় এসেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

ডিসি/এসআইকে/জিআ