সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

সাতকানিয়া প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বছরের অধিক কারাদ- ও অর্থদন্ডপ্রাপ্ত এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিনগত রাত থেকে গতকাল বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার একাধিক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন ছোট ঢেমশা গ্রামের মৃত উলা মিয়ার ছেলে মো. বেলাল (২৯)। তার বিরুদ্ধে জিআর ৪২৮/১৫ মামলায় ৩ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, সি আর ৫৭/১৪ নম্বর মামলায় ২ মাসের সাজা ও ২ লাখ ৫৭ হাজার ৪৭৭ টাকা জরিমানার রায় রয়েছে।
একই দিন পৃথক পুলিশি অভিযানে ধৃত চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনের (৩৪) বিরুদ্ধে খুন-ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও বিভিন্ন মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এস আই তাপস চন্দ্র মিত্র, এস আই রমজান আলী চৌধুরী, এএসআই আব্দুল ওয়ারেছ, এএসআই মো. মিজানুর রহমান ও সংগীয় ফোর্স অভিযানে অংশ নেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, থানার অফিসাররা বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, খুন-ডাকাতির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিসি/এসআইকে/আরডি