সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডে পেট্রল পাম্প কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি >>> 
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পেট্রল পাম্প কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ভাটিয়ারি বিএন সোনারগাঁও পেট্টল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আজগর আলী (৪৬) নামের এই ব্যক্তি বিএন সোনারগাঁও পেট্টল পাম্পের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অধিবাসী হলেও সীতাকুণ্ড উপজেলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
জানা যায়, শনিবার রাতে নাইট শিফ্ট এ কাজ করার জন্য রাত ১০ টায় পার্শ্ববর্তী ভাড়া বাসা থেকে বের হন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুত গতির একটি গাড়ি পেট্টল পাম্পের সামনেই তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে পড়েন সড়কের পাশে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল ঘটনার সংবাদ নিশ্চিত করে দৈনিক চট্টগ্রামকে বলেন, ‘রাতে দ্রুত গতির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে পেট্টল পাম্প কর্মকর্তার মৃত্যু হয়। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি’।

ডিসি/এসআইকে/এমজেএ