সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির ত্রাণ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
তৃতীয় বারের মত আরো ৩০০ জন কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানের বিক্রয়কর্মীদের মাঝে পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  করোনা ভাইরাসের প্রকোপে চরম দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে কর্মহীন শ্রমিক ও অসচ্ছল মানুষেরা।  লকডাউনে তাদের এই পরিস্থিতি দেখে তাদের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি। আজ শনিবার (২৩ মে) এসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সীতাকুণ্ড উপজেলার সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।  সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক একেএম মছিউদ দৌলার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক রঞ্জিত কুমার সাহার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সদস্য আলহাজ্ব রফিকুল আলম, সদস্য সাবেক বিদায়ী সভাপতি নাসির উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সাবেক সেক্রেটারি রেজাউল করিম বাহার, কাউন্সিলর ও সাবেক অর্থ সম্পাদক দিদারুল আলম এপোলো, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য রতন মিত্র, সেন সুইটসের মালিক সুনির্মল সেন লিটন, সাবেক সহ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, সাবেক প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য শ্রীধাম চন্দ্র দে, সদস্য নিতাই দে, ব্যাংকার স্বপন নাথ, ঢাকার ব্যবসায়ী জয়নাল আবেদিন।

ডিসি/এসআইকে/এআইএম