সীতাকুণ্ডে যুবকের রহস্যময় ‘আত্মহত্যা’

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অপুু দাশ (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাটিয়ারি মীর্র্জানগর জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার লাশ গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। অপু দাশ একই এলাকার মৃত নেপাল জলদাশের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ভাটিয়ারির মীর্জানগর জেলে পাড়া এলাকার রতন জলদাশের মৃত্যুর পর ব্যবসা দেখাশোনা করতেন অপু জলদাশ। তাই নদীতে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম থাকতো রতন জলদাশের ঘরে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অপু জলদাশ ঘর থেকে বের হয় নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু রাত সাড়ে ৮ টার দিকে রতন জলদাশের ঘরে অপু জলদাশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করে।
অপু জলদাশের মামা রায়হান জলদাশ ও জীবন জলদাশ জানান, ‘রতনের মৃত্যুর পর আমার ভাগিনা তাঁর ব্যবসা দেখাশোনা করতো। রবিবার সন্ধ্যায় মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়ে রতনের ঘরে যায়। কিন্তু কেন; কি কারণে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করলো আমরা তা বুঝতে পারছি না। তার সংসারে এক সন্তান রয়েছে। তাই আমার ভাগিনা আত্মহত্যা করতেই পারে না।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক প্রদ্রুত ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছি। তবে এটা আত্মহত্যা না হত্যা- তা সুরতহাল রিপোর্ট ও তদন্ত শেষে বলতে পারবো’।

ডিসি/এসআইকে/এসজেপি