১৬৪ শিক্ষার্থীকে অনুদান দিলো প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন

সীতাকু- প্রতিনিধি >>>
প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা জাতির মেরুদ-। তাই শিক্ষা গ্রহণ করে যাতে সমাজের পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা সমাজ ও রাষ্ট্রে সফলতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে এই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সীতাকু-ের ১৬৪ মেধাবী কলেজ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। বিজয় স্মরণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের কর্মকর্তা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকু- সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সীতাকু- প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম আল মামুন বলেন, প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্যাসিফিক। সীতাকু-ের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠন নিঃস্বার্থভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

ডিসি/এসআইকে/এমজেইউ