বেসকুন্ড পুকুরের পাড়েই দোকান, তীর্থযাত্রী নারীদের আপত্তি

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন পুরো উপজেলাটিকে রাঙিয়ে তুলেছে। তীর্থযাত্রীদের পদচারণায় মূখর এই অঞ্চলের জনপদগুলো। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির দর্শন ও পবিত্রতা ও আত্মশুদ্ধি লাভের আশায় তারা ব্যসকুন্ড পুকুরে স্নান করেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী কিশোরী, তরুণী, মধ্যবয়সী নারীসহ প্রচুর তীর্থযাত্রী। কিন্তু পুকুরের পাড়েই অবৈধভাবে দোকান বসানোয় এই পুকুরে স্নান করতে আসা নারীরা বিপাকে পড়ছেন।
এসব দোকানগুলোর কারণে নারীদের স্নান করার দৃশ্য অবলোকন এবং কখনো কখনো কৌশলে তা ভিডিও ধারণের তথ্যও মিলেছে। পুকুরে বিভিন্ন যুবক-যুবতী ও নববধূরা স্নান করেন এই ব্যসকুন্ড পুকুরে। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক তীর্থ যাত্রী বলেন, পুকুরের পাশে এমন দোকান থাকায় এখানে নারীরা স্নান দিতে ইতস্তত করছে। আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এভাবে পূণ্যস্নানের স্থানে দোকান দিয়ে পূণ্যার্থীদের বিপাকে ফেলা হচ্ছে। এ বিষয়ে আয়োজকসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়া উচিৎ।
এই বিষয়ে বেসকুন্ড পুকুরের পাড়ে গড়ে ওঠা দোকানদের কাছে জানতে চাইলে তারার দৈরিক চট্টগ্রামকে বলেন, আমরা তিনদিনের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে দোকান ভাড়া নিয়েছি।
মেলায় ব্যসকুন্ড পুকুরের পাশেই বসেছে ১৮ টি অস্থায়ী দোকান। এই পুকুরটির পাড়ে এসব অবৈধ দোকান সরিয়ে নিতে দাবি জানিয়েছেন সচেতন মহল চান। তীর্থযাত্রীরাও এই ব্যাপারে মেলা কমিটির হস্তক্ষেপ আশা করছেন।

ডিসি/এসআইকে/এমজেএ