অলিম্পিক ক্রিকেটের পুরস্কার ও বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শিবপুর গ্রামস্থ শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১ মার্চ (রবিবার) রাতে অনুষ্ঠিত হওয়া ফাইনাল খেলায় মুরাদপুর ইলিয়ান খান ভূঁইয়া বাড়ি ক্রিকেট একাদশকে ৩ ইউকেটে পরাজিত করে উপজেলা ক্রিকেট একাদশ জয় লাভ করে।
শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘ’র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ্ আল বাঁকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়া, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মেজবাহ উদ্দীন চৌধুরী, সাবেক সদস্য রতন মিত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, শিবপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামাল উদ্দীন, হামিদ উল্লাহ্ হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের, উত্তর শিবপুর গ্রামের সর্দার জামাল উল্লাহ্সহ শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘের সকল সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া বলেন, শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি তাদের ধন্যবাদ জানাই। বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে যুবকদের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের যুবকরা বিশ্বকাপ ক্রিকেট জয় করে বিরাট গৌরব অর্জন করেছেন। আগামি দিনে এলাকার সকল শ্রেণির মানুষকে একত্রিত করে সংগঠনকে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।

ডিসি/এসআইকে/এমজেএ