সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে অনৈতিক কার্যকলাপ

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ছোঁয়া পেতে কে না চায়। তাই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবসর সময়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। পর্যটন খাতেও তাই এই ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে সীতাকুণ্ড উপজেলা। অর্থনীতির ক্ষেত্রে বিরাট অবদান রাখলেও গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলছে বেহায়াপনা। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কেউ কেউ অনৈতিক, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। বিষয়টি উঠতি-তরুণ সমাজের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি এখানে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নেও এই অপকর্ম ভূমিকা রাখছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল চারটায় অস্থায়ী তাঁবুতে যুবক-যুবতিদের অসামাজিক ও দৃষ্টিকটু কর্মকা-ে এখানে আগত পর্যটকেরা পড়ছেন অস্বস্তিতে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁবু পরিচালকদের অর্থ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কতিপয় কিছু ব্যক্তির দ্বারা তাঁবু টাঙিয়ে যুবক-যুবতিদের অরুচিকর ও আপত্তিকর কার্যকলাপ চালাতে সহযোগিতা করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মাহবুবুল আলম। এসময় অভিযোগের সত্যতাও পায় অভিযানকারি দল। অভিযান ও এসব অপকর্মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এলাকাবাসী বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ফাঁকি দিয়ে তারা এহেন অপকর্ম করলেও দেখার কেউ নেই। স্থানীয় অনেকে এর সাথে যুক্ত। সৈকত এলাকায় তাঁবু টাঙিয়ে ভাড়া দেয়া হয় এখানে আসা প্রেমিক-যুগল নামে শিক্ষার্থীদের। ফলে এসব তাঁবুতে অসামাজিক কর্মকা- শুরু করে তাঁবু পরিচালকেরা। স্থানীয়রা জানান, এমন ঘটনায় আমরা এর সাথে যুক্ত এক যুবকের মাথা ন্যাড়া করে দেই এবং তার সাথে থাকা মেয়েটির পরিবারকে ফোন করে এনে বিষয়টি বুঝিয়ে বলে তাদের হাতে তুলে দেয়া হয়।

হাতেনাতে আটক যুবকের চুল কাটার দৃশ্যটি ভাইরাল হয় ফেসবুকে।

ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ার পর ন্যাড়া হওয়ার ঘটনাটি পরবর্তীতে আড়াল হয়ে যায়। এলাকাবাসী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা বলেন, সমুদ্র সৈকতে ঘুরতে এসে এমন নোংরামি কখনও কেউ সমর্থন করে না। এসব অপকর্ম বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিসি/এসআইকে/এমজেএ