‘অনুকূল’ পরিবেশ পেলে’ ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে পরিবেশ অনুকূল হলে তার ১৫ দিনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়।  প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী, পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি।  ১৪ লাখ পরীক্ষার্থীর সাথে আরও কয়েক লাখ লোকবল জড়িত।  এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না’।
মন্ত্রী বলেন, ‘অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা জেনে প্রস্তুতি নিতে পারে’।  তেমন পরিস্থিতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও সরকার চিন্তা করবে বলে জানান শিক্ষামন্ত্রী।  কোভিড-১৯ মহামারির কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।  গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও তা একই কারণে আটকে আছে।

ডিসি/এসআইকে/এমএসএ