সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে।  ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।  আগামি ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।  এছাড়া স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মাউশির এক কর্মকর্তা জানান, যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল।  ওই বয়সসীমা স্থগিত করে আদালত দুদিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন।  এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়।  ফলে এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা থাকবে না।
তিনি আরও জানান, আগামি ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে।  এছাড়া স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হবে।

ডিসি/এসআইকে/এমএসএ