মাতৃভাষায় বই পেল খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পার্বত্যজেলা খাগড়াছড়িতে বছরের প্রথমদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে তাদের মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে।  শুক্রবার (১ জানুয়ারি) সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ৩০ হাজার শিক্ষার্থীর মাঝে ৯০ হাজার বই বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীরা বলে, মাতৃভাষায় বই পেয়ে আমরা অনেক খুশি।  এখন মনের মতো বই পড়তে পারব।  শিক্ষায় অনেকদূর এগিয়ে যেতে পারব।  আমাদের শিক্ষকরাও ভালোভাবে আমাদের পড়াবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, জেলায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৯৮ হাজার বই বিতরণ করা হয়েছে।  করোনার কারণে এবার শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হয়েছে।  স্বাস্থ্যবিধি মেনে ১২ দিন বই বিতরণ কার্যক্রম চলবে।

ডিসি/এসআইকে/এমএসএ