মানিকছড়িতে নতুন বই দিয়ে শুরু নতুন বর্ষ

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>
সারাদেশের মতো মানিকছড়িতেও শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস।  শুক্রবার (১ জানুয়ারি) রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।  পরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসব উদ্বোধন করা হয়।
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’- এই স্লোগানকে সামনে রেখে পাঠ্যপুস্তক উৎসব হয়।  বই উৎসব উপলক্ষে সরকারের বিধিনিষেধ মোতাবেক স্কুল ও মাদ্রাসাগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা।  নতুন বই পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি।
মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসবের উদ্বোধন করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম দৈনিক চট্টগ্রামকে বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সরকার ছোট্ট সোনামনিদের কথা চিন্তা করে এবারের বই উৎসব সীমিত পরিসরে করার ঘোষণা দিয়েছে।
এবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৪ কোটি বই বিতরণ করা হবে বলে জানা গেছে।

ডিসি/এসআইকে/এমজেএইচ