এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আন্তঃবিভাগীয় এশীয় সংসদীয় বিতর্ক উৎসব সম্পন্ন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আন্তঃএশীয় সংসদীয় বিতর্কের সমাপনীর অনুষ্ঠানের একাংশ।

বিজ্ঞপ্তির সংবাদ : ‘যুক্তির জয়ে মুক্ত হোক ভয়, উদ্ভাসিত হোক তারুণ্যের নেতৃত্ব’ স্লোগানে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অনুষ্ঠিত হলো ১ম আন্তঃবিভাগীয় এশীয় সংসদীয় বিতর্ক উৎসব। এইউডব্লিও ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রায় দুইমাসের অধিক সময় ধরে বিভিন্ন মেজর ও একাডেমিক বিভাগের ১৯টি দেশের ৫০০ জনের অধিক বিতার্কিকের প্রাণবন্ত অংশগ্রহণে মূখরিত ছিল এইউডব্লিও চট্টগ্রামের এম এম আলী সড়কের ক্যাম্পাস। পলিসি বা নীতি, শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, নারীবাদসহ অসংখ্য বিষয়ের উপর পরিচালিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। সর্বশেষ সমাপনীতে অংশগ্রহণ করে ১৬ টি দল। প্রতিটি দলে বিতার্কিক ছিল ৩ জন করে। বিতর্কে বিচারকের ভূমিকায় ছিলেন এইউডব্লিও ডিবেটিং সোসাইটির মডারেটর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড. সেলিম রেজা, অধ্যাপক ড. টিফিনি কোণ, অধ্যাপক ড. এলিনা পপা, অধ্যাপক মিশেল ইটন, অধ্যাপক জেসন হোমার, অধ্যাপক জন রেমারেক, এইউডব্লিও ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট মিস রাইসা রহমান ও ভাইস প্রেসিডেন্ট মিস ফারিয়া শামসুন ।

এডব্লিউইউ বিতর্ক উৎসবের একাংশ।

‘নীতি নির্ধারকদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা উচিত’ এই বিষয়টিকে সামনে রেখে শনিবার (২ নভেম্বর) এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রুফটপ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ১ম আন্তঃবিভাগীয় এশীয় সংসদীয় বিতর্কের  সমাপনী বিতকে যুক্তি-তর্ক ও তথ্য-উপাত্ত্ব উত্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় টীম পাকিস্তান (সিদরা গুল, মেহউইশ রেহমত ও ফাহিমা বেগ) এবং রানার্স আপ হয় টীম স্প্রিট (মালিহা চৌধুরী, লুৎফুন নাহার আনিকা ও আদিবা আহমেদ)।

বিতর্ক উৎসবের সমাপনী পর্বে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিও) রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড, এইউডব্লিও হেড অব সায়েন্স অ্যান্ড ম্যাথ প্রোগ্রাম  প্রফেসর একেএম মনিরুজ্জামান মোল্লা, অধ্যাপক আহমেদুল কবির, অধ্যাপক মাসউদুর রহমান, এইউডব্লিও রাইটিং সেন্টারের পরিচালক রজনী রাও পলেতিসহ ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় । পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এইউডব্লিও ডিবেটিং সোসাইটির আয়োজনে আগামি ২০২০ সালের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ১ম এইউডব্লিও আন্তঃবিশ্ববিদ্যালয় ডিবেট চ্যাম্পিয়নশীপ আয়োজনের ঘোষণা প্রদান করা হয়।