ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যেসব শিক্ষার্থীকে বই দেওয়া বাকি ছিল, তাদের ২৫ জানুয়ারির মধ্যে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখবো। তবে আমি সবাইকে বলবো, আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। যদি কোথাও কোনও ব্যত্যয় ঘটেও তাহলে যেন সেই ওয়েবসাইট থেকে বিশেষ করে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াতে পারেন, কোনও অসুবিধা নেই’।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে এলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি আরও বলেন বলেন, ‘শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফট স্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

ডিসি/এসআইকে/এমএসএ