কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিযোগিতার উদ্বোধন করেন বোরহান উদ্দিন এমরান ও ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফুসহ অতিথিবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান। উদ্বোধক ছিলেন কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শেফু।
বিদ্যালয়ের শিক্ষক সুভাশীষ নাথের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিলন দাশগুপ্ত, পরিতোষ চৌধুরী, দৌলন মজুমদার, জোবায়ের ফারুক চৌধুরী, লিটন ধর, সরোয়ার আলম, জমিউল হুদা সোহেল, আফিস ইকবাল, উবাইদুল হক, অমল নাথ চক্রবর্তী, দেবী দত্ত, লিপী রানী শিল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাকে গতিশীল ও মননশীল করতে ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় যেমন অধিক মনোযোগী হতে হবে পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও পারদর্শি হতে হবে। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ যেমন অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলেছে তেমনি ক্রীড়া ক্ষেত্রেও সাফল্য দেখা দিচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক, চারিত্রিক ও দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হওয়ার আহ্বান জানান।
সভা শেষে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১১টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ডিসি/এসআইকে/এসজেপি