পাহাড়তলী ও গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠান

বক্তব্য রাখেন মো. জহুরুল আলম জসিম।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বয়াক মো. জহুরুল আলম জসিম বলেছেন, আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামির সোনার বাংলা গড়ার দায়িত্ব নিতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসারে নানামূখী কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিকতাপূর্ণ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। অনৈতিক কর্মকান্ড হতে শিক্ষার্থীদেরকে বিরত থাকতে হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পাহাড়তলী গালর্স স্কুল অ্যান্ড কলেজ ও ফিরোজশাহ্ সিটি কর্পোরেশন গার্লস স্কুলে নতুন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফজলুল করিম ও ফিরোজশাহ্ সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী থানার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরেফিন, কাট্টলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম, শিক্ষানুরাগী সমাজসেবক মো. ইলিয়াছ খান, দুলাল হোসেন, কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, পাহাড়তলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পরিচালনা পরিষদের সদস্য মো. আবুল কাশেম, মো. আব্দুল্লাহ আল বাকী, মোহাম্মদ আলী, মো. কামাল উদ্দিন, শাহ মোহাম্মদ ইমরান, জেসমিন আক্তার রব, সামিনা আক্তার বৃষ্টি।

পাহাড়তলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমসহ অন্যান্য অতিথিবৃন্দ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ফজলুল করিম, প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক ফেরদৌস হাসান, শারমিন জাহান, শিক্ষকদের মধ্যে রোকেয়া তাসনিম, কাজী বেলায়েত হোসেন, আব্দুল করিম, কামরুন নাহার, হারুনুর রশিদ, তিলক বড়–য়া, আব্দুল মোমিন, রঞ্জিত রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইমুনা আক্তার, খাদিজা আক্তার, গীতা পাঠ করেন নন্দীনি মজুমদার। শিক্ষার্থীদের মধ্যে ফাবিয়া আফরোজ, শাজেদা আক্তার, নুরী তাবাসসুম, আফরিন সুলতানা বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন কামরুন নাহার মিম, ইসরাত জাহান মেঘলা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সাফিয়া ইসলাম তুষী বক্তব্য রাখেন। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবিদা রহমান, নাহিদা আক্তার আঁখি।
পরে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন শিক্ষক ওয়ালী উল্লাহ মুহাম্মদ শামসুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শিউলী রায় চৌধুরী, মো. হেদায়তুল্লাহ, উম্মে সালমা।
অনুষ্ঠানে ফিরোজশাহ্ সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩৮টি ও ২৪টি মেধা পুরস্কার বিতরণ করা হয়। উভয় স্কুলে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষার হলে ব্যবহার উপযোগী সামগ্রী প্রদান করা হয়।

ডিসিএসআইকে/এমএনইউ