চান্দগাঁও হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজে বিদায়-বরণ অনুষ্ঠান সম্পন্ন

বিদায়-বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তির >>>
আগামি ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্তের সভাপতিত্বে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সানোয়ারা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন। কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মো. ইলিয়াস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থী তোমরা প্রশ্ন পড়েই ধীরস্থিরভাবে উত্তরপত্রে লিখবে এবং পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে’।
অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জুলফিকার আলম আশেক, সিফাতুর রহমান ও রুবাইয়াত তাসনিম রুপনা। পরীক্ষার্থীদের সুস্থতা ও ভালো ফলাফলের জন্য মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৌলানা মো. রাশেদ রেজা।

ডিসি/এসআইকে/এমএনইউ