কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা সম্পন্ন

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি >>>
কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চলতি বছরের সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ঠ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রঘু পতি সেনের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদুল ইসলাম, সুমন চক্রবর্তী, এস এম রফিকউল্লাহ, মো. ইলিয়াছ, নিতাই কর, মো. সাইফুদ্দিন, মো. জমির হোসেন, ইয়াছমিন আক্তার।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আনছার, তনশ্রী দাস প্রমুখ। এসময় দশম শ্রেণির পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র পাঠ করে শোনান বাণিজ্য বিভাগের ছাত্রী রিমু ঘোষ। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুধাংস চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক শাহ আলম, মোহাম্মদ হোসাইন, নাছিমা সুলতানাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই স্কুল থেকে পড়াশোনা করে একদিন শিক্ষার্থীরা দেশের জন্য সমাজের জন্য অসহায় মানুষের জন্য কাজ করবে।

ডিসি/এসআইকে/এমএম