চবির পাহাড়ে ছিনতাইয়ের শিকার ১৬ শিক্ষার্থী

চবি প্রতিনিধি >>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১৬ শিক্ষার্থী। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পেছনের টেলিটক পাহাড়ে ঘটনাটি ঘটে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন, একটি স্বর্ণের চেইন, নগদ প্রায় পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। ছিনতাইয়ের শিকার সকলেই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রথম বর্ষে অধ্যায়নরত। পরে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
তাফহিমুল নিহাল নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ব্যাচের ১৬ জন বন্ধু-বান্ধব মিলে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। পাঁচ মুখোশধারী ছিনতাইকা আমাদের আটকায়, তাদের সবার হাতে রামদা ছিল। এসময় আমাদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন, স্বর্ণের চেইন, নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। ছিনতাইয়ের কিছুক্ষণ পর আরো কয়েকজন সহপাঠীদের নিয়ে আমরা ঘটনাস্থলে আবার গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরাও তাদের ধাওয়া দিয়েছিলাম। এক পর্যায়ে তাদের একজনের পকেট থেকে দুটি মোবাইল পড়ে যায়। এর মধ্যে একটি আমাদের, অন্যটি তাদের মোবাইল’।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। একজন সন্দেহভাজন ছিনতাইকারীর পকেট থেকে মোবাইল পড়ে গেলে শিক্ষার্থীরা সেটি আমাদের দিয়েছেন। এর সূত্র ধরে ছিনতাইকারীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে’।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি টেলিটক পাহাড়ে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থী। এসময় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।

ডিসি/এসআইকে/ইউএম