চট্টগ্রামে প্রথমবারের মতো ‘প্যারেন্টিং’ বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তির >>>
বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো ‘প্যারেন্টিং’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘দি আর্ট অব প্যারেন্টিং’ শীর্ষক এ কর্মশালায় শিশুর বেড়ে ওঠা, মনোবৃত্তি, মানসিক ও নৈতিক বিকাশ নিয়ে গবেষণালব্ধ কথা বলবেন বিশেষজ্ঞ বক্তারা। আগামি ২১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় নগরীর চেরাগী মোড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে কর্মশালা শুরু হবে।
এতে শিশুর বেড়ে ওঠা ও সুষম পুষ্টি বিষয়ে কথা বলবেন কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় পর্যায়ের পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা। ‘শিশুর সাথে আপনার আচরণ কেমন হওয়া চাই’ বিষয়ে কথা বলবেন গবেষক ও কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ‘শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবার ভূমিকা’ বিষয়ে কথা বলবেন শিক্ষাবিদ ও লেখক শামসুদ্দিন শিশির।
মননশীল অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্লগবাড়ি’র ব্যবস্থাপনায় প্রথম এ আয়োজন বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের অনুরোধ জানিয়েছেন ব্লগবাড়ি’র কর্ণধার কাজী সাঈদ। তিনি বলেন- ‘এ কর্মশালার মাধ্যমে শিশুদের অভিভাবক, আগামির পিতা-মাতা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা উপকৃত হবেন’।
কর্মশালায় যোগ দিতে ইচ্ছুকরা আবেদন করতে চাইলে http://bit.ly/38iPA6M এবং কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে http://bit.ly/2H8Cqxe লিংকে ভিজিট করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে ০১৯১৯৯৩৮৬৬০, ০১৮১৪ ৮৯৬৭৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে। গুগল ফরম পূরণ অথবা মুঠোফোনে কথা বলেও নাম নিবন্ধন করা যাবে। নিবন্ধনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০ ইং।

ডিসি/এসআইকে/এমআইএ