সিনেমা হল খোলার অনুমতি মিলতে পারে চলতি মাসেই

বিনোদন ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
করোনা ভাইরাসের সংক্রমণরোধ করার জন্য জনসমাগম নিষিদ্ধ করার কারণে সিনেমা হল বন্ধের ঘোষণা দেয়া হয়।  তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সিনেমা হল খোলার অনুমতি পাওয়া যায়নি।  আর এ কারণে বিপাকে পরেছিলো হলের সঙ্গে সংশ্লিষ্টরা।  তবে এবার তাদের অপেক্ষার অবসানের পালা।  চলতি মাসেই সিনেমা হল খোলার অনুমতি পাওয়া যেতে পারে বলে জানা গেছে।
হল মালিক এবং প্রযোজক পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সিনেমা হল খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত এ মাসেই নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।  রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উল্লেখ্য, প্রায় ছয় মাস ধরে দেশের সব সিনেমা হল বন্ধ।  এতে করে যেমন দর্শক হলমুখো হতে পারছেন না, তেমনই সিনেমার সঙ্গে যুক্ত অনেকের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে৷  হল মালিক থেকে শুরু করে কর্মচারী সকলের এক প্রকার আয় বন্ধ৷ অন্যদিকে নতুন নতুন সিনেমা পড়ছে শিডিউল জটিলতায়।  একেক করে পিছিয়ে যাচ্ছ সিনেমার মুক্তি।

ডিসি/এসআইকে/এমএসএ