আসছে জয়ার ‘বিউটি সার্কাস’

বিউটি সার্কাস চলচ্চিত্রের একটি দৃশ্যে জয়া আহসান

বিনোদন ডেস্ক, দৈনিক চট্টগ্রাম

আসন্ন বাংলা নববর্ষে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ মুক্তি পেতে যাচ্ছে। ২০১৬ সালে সরকারি অনুদান পাওয়া এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে প্রথমবারের মতো সার্কাসকর্মীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। ছবিটির নির্মাতা মাহমুদ দিদার বলেন, বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে আশা করছি ডাবিং শেষ হবে। এরপর এটি সেন্সরে জমা দেয়া হবে এবং সব ঠিক থাকলে বাংলা নববর্ষে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে। ইমপ্রেস টেলিফিল্ম ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান,তাই তাদের সিদ্ধান্তে মুক্তির চূড়ান্ত তারিখটি জানাতে পারবো। ২০১৭ সালের ৬ই  ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং।

নওগাঁর সাপাহার আর মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে জয়া ‘সার্কাসকন্যা বিউটি’ সাজেন। ময়ূরের রঙিন পালকের হ্যাট, মাথায় আর ঘাড়ে বসে থাকা পোষা পায়রা নিয়ে ঝলমলে  পোশাকের চরিত্রে কোনো স্ট্যান্টম্যান ছাড়া মাটি থেকে ৬০ ফুট ওপরে দড়ির ওপর হেঁটেছেন জয়া আহসান। জয়া আহসান বলেন, আমার অভিনয়জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি ‘বিউটি সার্কাস’। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কোনো দিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ কওে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন। এবার এমনি একটি চরিত্রে অভিনয় করার সুযোগ  পেয়েছি। সার্কাসের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল। সরকারি অনুদান ও ইমপ্রেস  টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস,  তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু প্রমুখ।